রাজধানীর পুরান ঢাকার কদমতলীতে ম্যানহোলে পড়ে যাওয়া শিশু ইসমাইল হোসেন নীরবের মৃতদেহ উদ্ধার হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে কদমতলীর শ্যামপুর ইউনিয়নের পালপাড়ার শিল্প কারখানার বর্জ্যের ম্যানহোলে পড়ে যায় ছয় বছরের শিশু নীরব।
এর প্রায় সোয়া ৪ ঘণ্টা পর রাত সোয়া ৮টার দিকে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটিার দূরে বুড়িগঙ্গা নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ারহাউস ইন্সপেক্টর মাহমুদুল হক সমকালকে জানান।
বুড়িগঙ্গা থেকে উদ্ধারের পর শিশু নীরবকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বুড়িগঙ্গায় মিলল শিশু নীরবের মৃতদেহ
ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাশ সমকালকে জানান, নীরবকে হাসপাতালে আনার পরপরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরিদ উদ্দিন সমকালকে বলেন, ডুবুরি আলাউদ্দিন বুড়িগঙ্গা থেকে শিশু নীরবকে উদ্ধার করেন।
উদ্ধারের পরপরই রাত ৮টা ৩৯মিনিটে শিশুটিকে নিয়ে দমকল বাহিনীর কর্মীরা একটি অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের দিকে রওনা হন।
এর আগে শিশু নীরব ম্যানহোলে পড়ে যাওয়ার পর কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী সমকালকে বলেন, শিশুটিকে উদ্ধারে দমকল বাহিনীর কর্মীরা কাজ করছেন।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন কুমার সরকারও তখন শিশুটিকে উদ্ধারে দমকল বাহিনীর কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান।
প্রসঙ্গত, গত বছরের ২৬ ডিসেম্বর রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে গভীর পাইপের ভেতর পড়ে যায় জিহাদ নামের এক শিশু। ওই ঘটনার দীর্ঘ ২৩ ঘণ্টা পর ওয়াসার গভীর নলকূপের পাইপ থেকে শিশু জিহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কদমতলী ম্যানহোলে পড়ে যাওয়া শিশুটিতে উদ্ধারের খোঁজ নিতে রাত পৌনে ৮টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।
তিনি সাংবাদিকদের বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ ঘটনায় গাফিলতির জন্য যে দায়ী তাকে ছাড় দেওয়া হবে না। আমি খোঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেব।
samakal
No comments
Post a Comment