ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ ও পরিবহনে পাটের মোড়ক ব্যবহার না করলে ব্যাংকঋণ সুবিধা দেওয়া হবে না বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। তিনি বলেন, ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে তফসিলি ব্যাংকগুলোকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে। একই সঙ্গে চাতাল মিল মালিকরা পাটের ব্যাগ ব্যবহার না করলে খাদ্য মন্ত্রণালয় তাদের লাইসেন্স বাতিল করবে। পাশাপাশি আমদানি ও রপ্তানিকালে পাটের ব্যাগ ব্যবহার না করলে বাণিজ্য মন্ত্রণালয় আইআরসি বা ইআরসি বাতিল করবে। গতকাল রবিবার রাজধানীর গুলশান, বাড্ডা এলাকায় মোবাইল কোর্ট পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। মির্জা আজম বলেন, বর্তমান সরকারের গৃহীত নীতিমালা ও পরিকল্পনাকে কাজে লাগিয়ে পাট ও বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণ, বৈদেশিক মুদ্রা অর্জন, পরিবেশ রক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত করার ক্ষেত্রে এ মন্ত্রণালয় সফল হবে। গতকাল পাটের বস্তার ব্যবহার নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান চালানো হয় ঢাকার গুলশান, বনানী ও বাড্ডা বাজার চালের আড়ত এলাকায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এতে প্রায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া প্রায় ৩০০ প্লাস্টিকের বস্তা আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। মন্ত্রণালয় সূত্র জানায়, অভিযান শুরুর পর থেকে সারা দেশে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ৬২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় এবং মোট ৮২২টি মামলা দায়ের করা হয়। এতে প্রায় তিন লাখ ১৬ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। গত ৩০ নভেম্বর থেকে সারা দেশে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। kalerkantho
Tuesday, December 8, 2015
‘পাটের মোড়ক ব্যবহার না করলে ব্যাংকঋণ নয়’
ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ ও পরিবহনে পাটের মোড়ক ব্যবহার না করলে ব্যাংকঋণ সুবিধা দেওয়া হবে না বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। তিনি বলেন, ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে তফসিলি ব্যাংকগুলোকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে। একই সঙ্গে চাতাল মিল মালিকরা পাটের ব্যাগ ব্যবহার না করলে খাদ্য মন্ত্রণালয় তাদের লাইসেন্স বাতিল করবে। পাশাপাশি আমদানি ও রপ্তানিকালে পাটের ব্যাগ ব্যবহার না করলে বাণিজ্য মন্ত্রণালয় আইআরসি বা ইআরসি বাতিল করবে। গতকাল রবিবার রাজধানীর গুলশান, বাড্ডা এলাকায় মোবাইল কোর্ট পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। মির্জা আজম বলেন, বর্তমান সরকারের গৃহীত নীতিমালা ও পরিকল্পনাকে কাজে লাগিয়ে পাট ও বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণ, বৈদেশিক মুদ্রা অর্জন, পরিবেশ রক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত করার ক্ষেত্রে এ মন্ত্রণালয় সফল হবে। গতকাল পাটের বস্তার ব্যবহার নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান চালানো হয় ঢাকার গুলশান, বনানী ও বাড্ডা বাজার চালের আড়ত এলাকায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এতে প্রায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া প্রায় ৩০০ প্লাস্টিকের বস্তা আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। মন্ত্রণালয় সূত্র জানায়, অভিযান শুরুর পর থেকে সারা দেশে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ৬২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় এবং মোট ৮২২টি মামলা দায়ের করা হয়। এতে প্রায় তিন লাখ ১৬ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। গত ৩০ নভেম্বর থেকে সারা দেশে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। kalerkantho
Subscribe to:
Post Comments (Atom)
No comments
Post a Comment