Tuesday, December 8, 2015

নোট বাছাইয়ে নির্দেশনা না মানলে অর্থদণ্ড

যথাযথভাবে নোট বাছাই (সর্টিং) করে বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার নির্দেশনা মানছে না অনেক বাণিজ্যিক ব্যাংক। নতুন, পুরনো, ছেঁড়া, ফাটাসহ সব নোট... thumbnail 1 summary

যথাযথভাবে নোট বাছাই (সর্টিং) করে বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার নির্দেশনা মানছে না অনেক বাণিজ্যিক ব্যাংক। নতুন, পুরনো, ছেঁড়া, ফাটাসহ সব নোট বিশৃঙ্খলভাবে কেন্দ্রীয় ব্যাংকে জমা করছে ব্যাংকগুলো। এ অবস্থায় ব্যাংকগুলোকে তিনভাগে বিভক্ত করে নোট জমার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে কেন্দ্রিয় ব্যাংকে নোট জমাদানকালে ব্যাংকগুলোকে পুনঃপ্রচলনযোগ্য, অপ্রচনযোগ্য ও মিউটিলেটেড (খন্ডিত নোট) নোট আলাদাভাবে জমা দিতে হবে।এ নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট ব্যাংকে নেগেটিভ পয়েন্টের ওপর ভিত্তি করে অর্থদন্ডে দন্ডিত করবে কেন্দ্রীয় ব্যাংক।অর্থদন্ড করার ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন অনুসরন করা হবে। সোমবার কেন্দ্রিয় ব্যাংকের কারেন্সি ম্যানেজম্যান্ট বিভাগ থেকে এমন নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়,যথাযথভাবে নোট বাছাই, কেন্দ্রিয় ব্যাংকে নোট জমা দেওয়া ও নেওয়া, নোটে তোড়া বাঁধার নিয়ম-কানুন,জালনোট প্রচলন প্রতিরোধে করণীয়,ব্যাংকের শাখায় গ্রাহকদের জন্য পর্যাপ্ত ধাতব মুদ্রার ব্যবস্থা রাখাসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিয়ে চলতি বছরের শুরুতে কারেন্সি ম্যানেজম্যান্ট বিভাগ থেকে একটি মাস্টার সার্কুলার জারি করা হয়।ওই নির্দেশনা অনুযায়ী,বাংলাদেশ ব্যাংকে নোট জমা দেয়ার সময় প্রচলনযোগ্য ও অপ্রচলনযোগ্য নোট আলাদাভাবে জমা দিতে হবে। তবে বেশিরভাগ ব্যাংক এ নির্দেশনা না মানায়, নতুন করে আবারও প্রজ্ঞাপন জারি করে সতর্ক করলো কেন্দ্রিয় ব্যাংক।
kalerkantho

No comments

Post a Comment