জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলতে নরেন্দ্র মোদিকে ফোন করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার তিনি মোদিকে ফোন করেছিলেন বলে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে। জলবায়ু পরিবর্তনের কি উন্নয়ন হয়েছে তা নিয়ে কথা বলতেই ফোন করেছিলেন তিনি। মঙ্গলবার সকালে ওবামা এই ফোন করেছিলেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জোশ আর্নেস্ট। এবিষয়ে চিনের প্রেসিডেন্ট সঙ্গেও কথা বলেছেন ওবামা। সোমবার ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলেছেন ওবামা। প্যারিসে যেখানে ১৮০ টি দেশ জলবায়ু পরিবর্তন নিয়ে যে আলোচনা করছে তা নিয়ে সব খবর রাখার চেষ্টা করছেন ওবামা। অন্যান্য নেতাদের সঙ্গে ও ওবামা কথা বলবেন বলে জানা গিয়েছে। প্যারিসে সম্মেলনে যোগ দেওয়া মার্কিন প্রতিনিধিদের সঙ্গেও নিয়মিত কথা বলছেন তিনি। গত সপ্তাহে প্যারিসের জলবায়ু সংক্রান্ত সামিটে ওবামার সঙ্গে দেখা হয় মোদির। এই সম্মেলন সফল হবে বলে আশাবাদী ওবামা।
kalerkantho
No comments
Post a Comment